মোঃ রেজাউল করিম খান বিশেষ প্রতিনিধি: গাছই জীবন,তাতেই ভুবন,তাই করবো সবে বৃক্ষ রোপন এই স্লোগান কে সামনে রেখে প্রাকৃতিক বিপর্যয় রোধে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা চত্বরে রোপন করা হয়েছে। শুক্রবার রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ফুলজোড় রক্তদান সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গ্রীণ ফেয়ারের প্রতিষ্ঠাতা বৃক্ষ প্রেমিক মাহবুবা খাতুন এ বৃক্ষ রোপন করেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষ রোপন উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ইমরুল হোসেন তালুকদার ইমন।
উপ সহকারী কৃষি কর্মকর্তা জহুরুল ইসলাম,রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হারবাল এসিস্ট্যান্ট সাইফুল ইসলাম,এনডিপি পোগ্রাম অফিসার বাপ্পি সরকার,ফুলজোড় রক্তদান সংগঠনের স্বেচ্ছাসেবীসহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত মানবিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।