মোঃ ফরিদুল ইসলাম রায়গঞ্জ উপজেলা প্রতিনিধিঃ-সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানাধীন মোরদিয়া গ্রামে অবৈধভাবে গড়ে ওঠা পুরাতন ব্যাটারি আগুনে জ্বালিয়ে সিসা তৈরির কার্যক্রম পরিচালনা করায় পরিবেশ সংরক্ষন আইন,১৯৯৫ অনুযায়ী একটি প্রতিষ্ঠানকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয় এবং অবৈধ সিসা তৈরির কারখানাটি ধ্বংস করা হয়।
গত ১৪ নভেম্বর সোমবার মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এই অভিযান পরিচালনা করেন রায়গঞ্জ উপজেলার সহকারি কমিশনার ( ভূমি) তানজিল পারভেজ,এ সময় তাকে সহায়তা করেন সহকারী পরিচালক,পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জ।
এছাড়া লাইসেন্স বিহীন স-মিল পরিচালনার অপরাধে ভূইয়াগাতি বাজারে একটি প্রতিষ্ঠানকে করাত-কল (লাইসেন্স) বিধিমালা, ২০১২ অনুযায়ী ৫০০০ (পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,রায়গঞ্জ উপজেলা বন কর্মকর্তা, জনস্বার্থে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে তারা জানান।