মোঃ ফরিদুল ইসলাম রায়গঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ভ্রাম্যমান আদালত পরিচালিত।
৬ এপ্রিল বুধবার দুপুর সাড়ে বারোটার সময় রায়গঞ্জের ধানগড়া বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মাহমুদ হাসান রনির নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এ সময় ধানগড়া বাজারের মেসার্স আশিক স্টোর ( মুদি দোকান) এ মূল্য তালিকা টানানো না থাকার কারনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারা মোতাবেক ৪০০০(চার হাজার) টাকা জরিমানা করা হয়। পুরো রমজান মাস ব্যাপি এ ধারা অব্যহত থাকবে বলে জানা যায়।