সিরাজগঞ্জের রায়গঞ্জে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন ৬৪ সিরাজগঞ্জ ৩ রায়গঞ্জ – তাড়াশ- সলংগার মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ এমপি।
উপজেলা শেখ রাসেল স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবুল কালাম আজাদ হৃদয় সাধারন সম্পাদক রায়গঞ্জ উপজেলা আওয়ামীলীগ,জনাব ফিরোজ উদ্দিন খান সাবেক চেয়ারম্যান ধানগড়া ইউনিয়ন পরিষদ, জনাব মীর ওবায়দুল ইসলাম মাসুম চেয়ারম্যান ধানগড়া ইউনিয়ন পরিষদ, জনাব আল আমিন সরকার সাধারন সম্পাদক রায়গঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগ, জনাব ফিরোজ মাহমুদ লালচান সাধারণ সম্পাদক উপজেলা শেখ রাসেল স্মৃতি সংসদ সহ আরো অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব কামরুল ইসলাম বাবু সভাপতি উপজেলা শেখ রাসেল স্মৃতি সংসদ রায়গঞ্জ।
রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী খেলায় অংশগ্রহন করে ইয়াং স্টার ক্লাব হাটিকুমরুল বনাম কানগাঁতি সবুজ সংঘ সিরাজগঞ্জ। খেলা পরিচালনা করেন মোঃ রাশিদুল ইসলাম পাপন, ধারাভাষ্যে ছিলেন প্রভাষক মোঃ ফরিদুল ইসলাম ও ইলিয়াস হোসাইন। আজকের খেলাায় ইয়াং স্টার ক্লাব হাটিকুমরুল ৪-১ গোলের ব্যাবধানে হারায় কানগাঁতি সবুজ সংঘ কে।