রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের হোরগাঁতী গ্রামের বকুল তলা নামক স্থান থেকে কোন প্রকার অনুমতি না নিয়েই অবৈধভাবে বাংলা ড্রেজার বসিয়ে গায়ের জোরে ফুলজোর নদী হতে বালু উত্তলন করছে বালু দস্যু সাবেক ইউ পি সদস্য মোহাম্মদ আলী গংরা।
একদিকে ফুলজোড় নদী থেকে অবৈধভাবে বালু উত্তলনের ফলে ঝুকির মুখে পড়েছে কোটি টাকার মূল্যর বকুল তলা ব্রীজটি এর কারনে ভবিষ্যতে যোগাযোগ ব্যবস্থা বিছিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া নদী পারের বসবাস কারী বসত বাড়ি সহ ফসলি জমি নদী গর্ভে বিলীন হবে বলে জানান নদী পাড়ের বসতিরা।
অন্যদিকে এই অবৈধ বালু চড়া মূল্য বিক্রি করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে বালু দুস্য মোহাম্মদ আলী, আবু সাইদ, সুমন, মাসুদ, ও শহিদুল ইসলাম, আনিছুর রহমান লেবু গংরা।
এ বিষয়ে নলকা ইউনিয়নের ভূমি কর্মকর্তা মোঃ ফজলার রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করে ফুলজোর নদী হতে এমন অবৈধভাবে বালু উত্তলনের বিষয় জানতে চাইলে তিনি বলেন আমি নতুন যোগদান করেছি আমি এ বিষয়ে কিছুই জানিনা । এলাকাবাসী জানতে চায় বালু দস্যুদের খুঁটির জোর কোথায় ?