সিরাজগঞ্জের রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে তথ্য গোপন করে সভাপতি পদে আবেদন করার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলে করিম ও সভাপতি মাজেদ আলির বিরুদ্ধে।
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এদিকে গত ২৪-০৮-২২ ইং তারিখে উপজেলার চান্দাইকোনা ইউপির সরাই হাজীপুর গ্রামের আব্দুর রশিদ খানের ছেলে রেজাউল করিম খান এক ছাত্র অভিবাবক হিসাবে অভিযোগ দায়ের করেন শিক্ষা বোর্ডে।অভিযোগ সূত্রে জানাযায়, রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মাজেদ আলী একজন সরকারি কর্মকর্তা। তিনি উপজেলার ভূইয়াগাঁতী অগ্রণী ব্যাংকের অফিসার ইন ক্যাশ পদে নিয়োজিত আছেন।কিন্তু সভাপতির ফর্মে তার পেশা দেখানো হয়েছে ব্যাবসা ও সমাজ সেবক ।
অভিযোগ পত্রে আরো উল্লেখ আছে যে,তিনি সরকারি চাকুরী করায় বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে দ্রুত সিদ্ধান্তে সমস্যা সৃষ্টি হবে। বর্তমান সরকারের প্রাথমিক ঘোষণা অনুযায়ী ২০২৩ ইং সাল হতে শিক্ষা প্রতিষ্ঠান সমূহ শুক্রবার ও শনিবার ছুটি ঘোষণা করেছেন।তাহলে কখনো বিদ্যালয়ে আশা যাওয়া সম্ভব হবে না বলে জানান অভিযোগ কারী ছাত্র অভিবাবক রেজাউল করিম খান।
তিনি বলেন,এক দিকে সরকারি চাকুরী অন্যদিকে বিদ্যালয়ের দেখাশোনা করা,এক সঙ্গে এই দুই কাজ কখনোই সম্ভব হবে না বলে জানান তিনি।
একজন সরকারি কর্মকর্তার একটি বিদ্যালয়ের সভাপতি হিসাবে সময় দেওয়া নিয়ে ঐ এলাকায় চলছে নানা সমালোচনা।
নাম না প্রকাশে অনিচ্ছুক ছাত্র অভিবাবক রা বলেন,প্রধান শিক্ষক নবনির্বাচিত সভাপতি মাজেদ আলী সাহেবের ব্যক্তিগত তথ্য গোপন করে এই কমিটি অনুমোদন করার জন্য রাজশাহী শিক্ষা বোর্ডে আবেদন করেছেন বিষয়টি আসলে বড়ই দুঃখজনক। একজন সভাপতি বিদ্যালয় ও শিক্ষক শিক্ষার্থীদের যদি সময় না দিতে পারেন তাহলে এমন সভাপতি দিয়ে কি করবেন? তারা এমনটি প্রশ্নও রেখেছেন
ব্যাক্তিগত তথ্য গোপন করে সভাপতি নির্বাচিত করার বিষয়ে রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলে করিমের নিকট গণমাধ্যম কর্মীরা জানতে চাইলে তিনি বলেন,আমি এখানে নতুন এসেছি। পেশা হিসাবে ব্যবসা ও সমাজ সেবক দেখানো হয়েছে। তিনি একটি সরকারি ব্যাংকে চাকুরি করেন এটিও তিনি স্বীকার করেছেন। তবে কেনো তিনি সভাপতি নির্বাচিত হলেন এ বিষয়ে তিনি বলেন,এর আগেও তিনি সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছে যে ভাবে ঠিক সেভাবেই এবারও নির্বাচিত হয়েছেন বলে জানান তিনি। এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিগত তথ্য গোপন করে সভাপতি নির্বাচিত হওয়া মাজেদ আলীর নিকট ফোনে যোগাযোগ করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। #