নরসিংদী রায়পুরা থানা” কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি -শৃঙ্খলা সর্বত্র” এই প্রতিপাত্যকে সামনে রেখে সমাজে বিভিন্ন ধরনের অপরাধের প্রতিকার ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া, জনগণকে সচেতন করা, আইনি সহায়তা দেওয়া এবং পুলিশ ও জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছে রায়পুরা থানার কমিউনিটি পুলিশ।
প্রতি বছর অক্টোবর মাসের শেষ শনিবার কমিউনিটি পুলিশিংডে পালন করা হয়। প্রতি বছরের মতো ন্যায় আজ শনিবার ( ২৯ অক্টোবর) কমিউনিটি পুলিশিং ডে- ২০২২ পালন করা হয়েছে।
সকাল ১০ টার দিকে রায়পুরা থানার সামনে থেকে র্যালী বের হয়ে রায়পুরা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে । র্যালী শেষে রায়পুরা থানায় কমিউনিটি পুলিশিংডে উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। রায়পুরা থানার ওসি মোঃ আজিজুর রহমান সভাপতিত্বে ও রায়পুরা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) গোবিন্দ সরকারের সঞ্চালনায় র্যালীতে অংশ গ্রহন করেন রায়পুরা উপজেলা সহকারি কমিশনার ভূমি শফিকুল ইসলাম, উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হুসাইন,ইন্সপেক্টর আতাউর রহমান, রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা বশির আহমেদ মোল্লা,সভাপতি মোঃমনিরুজ্জামান,সেক্রেটারি অজয় সাহা,বীর মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ,সাংবাদিক সাধন দাস,
বিশিষ্ট টিকাদার মোঃ রতন মিয়া,কমিশনার সাহেদ আলী ভূট্রো,উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মোঃ আলামিন মিয়া প্রমুখ।