শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ১১:৩১ পূর্বাহ্ন

রায়পুরায় নরসিংদী জেলা সমিতির ঢাকা পক্ষ থেকে দুস্থদের মাঝে কম্বল বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ২৬৯ বার পঠিত

পারভেজ মোশারফ, স্টাফ রিপোর্টার: নরসিংদী রায়পুরায় নরসিংদী জেলা সমিতির ঢাকা পক্ষ হতে দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় নরসিংদী জেলা সমিতি ঢাকার আয়োজনে রায়পুরা পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের দক্ষিণ মাস্টার পাড়া এলাকায় দরিদ্র নারী-পুরুষের হাতে এই শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে নরসিংদী জেলা সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শাহ আলমের সভাপতিত্বে প্রধান অতিথির আসন হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. শহীদুল ইসলামের সার্বিক সহযোগিতা ও ব্যবস্থাপনায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এসময় আরোও উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা সমিতির সিনিয়র সহসভাপতি জাবের আল মুনসুর, সহসভাপতি শামসুল হুদা ভূইয়া, দপ্তর ও সাংস্কৃতিক সম্পাদক বাংলাদেশ শিল্পকলা একাডেমি তালিকাভুক্ত কন্ঠ শিল্পী দিদারুল ইসলাম, সদস্য সোহেল রানা দিদার, কালাম আহমেদ, মনিরুজ্জামান, আশরাফুল ইসলাম ফুল মিয়াসহ মহল্লাদার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

নরসিংদী জেলা সমিতি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শাহ আলম ব‌লেন, প্রতি শীত মৌসুমে দুস্থদের মাঝে কম্বল বিতরণ ছাড়াও বিভিন্ন সামা‌জিক ও মানবিক কর্মকাণ্ডে ভূমিকা রেখে চলেছে নরসিংদী জেলা সমিতি ঢাকা জনকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংগঠন।

তিনি আরও বলেন, ইতিমধ্যে তীব্র শীত শুরু হয়েছে। অনেক অসহায় মানুষ শীত নিবারণ করতে পারছেন না। সুবিধাবঞ্চিত ওই সকল অসহায়দের পাশে এসে দাঁড়ানোর জন্য নরসিংদী জেলা সমিতি ঢাকার গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. শহীদুল ইসলামসহ সব কর্মকর্তা কর্মচারী‌কে ধন্যবাদ জানাই। আশা করি, তারা মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ সবসময় অব্যহত রাখবে।

রায়পুরা পৌরসভার বি‌ভিন্ন গ্রা‌মের ৫০০ থেকে ৬০০ জন দরিদ্র পরিবারের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। ভিক্ষুক, ছিন্নমুল, ভুমিহীন, অতিদরিদ্র ও দরিদ্র এই পাঁচ ক্যাটাগরি মানুষের মাঝে ভাগ করে সবার মধ্যে কম্বল বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991