পারভেজ মোশারফ, স্টাফ রিপোর্টোরঃ
নরসিংদী রায়পুরা উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে ২০২২-২০২৩ অর্থ বছরে রবি মৌসুমে সরিষা লক্ষ্য মাত্রা বাড়ানো জন্য ক্ষুদ্র ও প্রান্তি চাষিদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্ধোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে উপজেলা মাঠ প্রাঙ্গনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
এবার এবছরে সরিষা লক্ষ্য মাত্রা বাড়ানোর জন্য ১৬৯০ হেক্টর জমিতে বীজ বপনের জন্য নির্ধারণ করা হয়। আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে ১১০০ জন চাষীদের এ সবিধা দেওয়া হবে। প্রত্যেক কৃষকের মাঝে ১০ কেজি ডিএমপি, ১০ কেজি এমওপি সার ও ১ কজি সারিষার বীজ বিতরণ করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রায়পুরা উপজেলা নির্বাহি অফিসার মোঃ আজগর হোসেনের সভাপতিত্বে ও উপজেলা কৃষিবিদ কৃষি অফিসার মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী আঃ মোমেন, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা মানিক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম, উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা মোঃ শহিদুল্লাহ, মোঃ আবুল কালাম আজাদ, নাছিমা আক্তার প্রমুখ।