সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৯ পূর্বাহ্ন

রায়পুরায় ভিক্ষুকদের পুনর্বাসনে সমাজসেবার সহায়ক পণ্য ও উপকরণ বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ১৩৩ বার পঠিত

 

পারভেজ মোশারফ, রায়পুরা: নরসিংদী রায়পুরায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির সহায়ক পণ্য ও উপকরণ বিতরণ করা হয়েছে। রায়পুরা উপজেলা সমাজসেবা অধিদপ্তর এই কর্মসূচির আয়োজনে ভিক্ষুকদের মাঝে এ পণ্য ও উপকরণ বিতরণ করা হয়।

১৯ (নভেম্বর) রবিবার বিকেলে উপজেলা পরিষদ সমাজসেবা কার্যালয়ের বাস্তবায়নাধীন ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ৪০০ জন আবেদনকারী মাঝে যাচাইবাচাই করে মোট ৯১ জন ভিক্ষুককে পণ্য ও উপকরণ দিয়ে থাকেন।

এর মধ্যে ২৪ জন ভিক্ষুকের মাঝে জনপ্রতি নগদ ২ হাজার টাকা ও ২টি করে ৪৮ টি ছাগল, ব্যবসার জন্য ১ টি দোকান, মেঘনা নদীতে মাছ ধরে জীবন নির্বাহ করার জন্য ২টি নৌকা, ২টি ভেনগাড়ি সহ মোট ২৯ জন ভিক্ষুকের মাঝে নানা পণ্য ও উপকরণ প্রদান করা হয়।

অনুষ্ঠানে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়লা কানিজ লাকি, যুব ও উন্নয়ন কর্মকর্তা মোঃ জাকির হোসেন মোল্লা, উপজেলা সমাজসেবা অফিসার খলিলুর রহমান সরকার, রায়পুরা উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল চৌধুরী, পৌর ছাত্রলীগের সভাপতি আবু সালেহ চৌধুরী রাতুল, সাধারণ সম্পাদক মোমেন আহমেদ জয় প্রমুখ।

এ ব্যাপারে উপজেলা সমাজসেবা কর্মকর্তা খলিলুর রহমান সরকার বলেন, বর্তমান সরকারের উদ্দেশ্য হচ্ছে ভিক্ষুক মুক্ত বাংলাদেশ গড়া। এরই ধারাবাহিকতায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মকংস্থান কর্মসূচির আওতায় যে ১১ লাখ বরাদ্দ মধ্যে রায়পুরা উপজেলা ২৪ ইউনিয়নের ৪০০ আবেদনকারীর মাঝে যাচাই-বাছাই করে ৯১ জন ভিক্ষুকদের মাঝে পণ্য ও উপকরণ বিতরণ করা হবে। এর মাঝে ১ম ও ২য় ধাপে মোট ২৯ জন ভিক্ষুকের মাঝে পণ্য ও উপকরণ বিতরণ কার্যক্রম শেষ হয়েছে। এবং পরবর্তী ধাপে ৬২ জন ভিক্ষুকের মাঝে পণ্য ও উপকরণ বিতরণ করা হবে। তিনি আরও বলেন, আমরা আশা করি ভিক্ষুকদের পুনর্বাসনের মধ্যদিয়ে রায়পুরা উপজেলায় ভিক্ষাবৃত্তি নির্বাসনে যাবে এবং ভিক্ষুকরা অন্যদশজনের মতো স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991