নরসিংদীর রায়পুরা উপজেলার রায়পুরা ইউনিয়ন পরিষদ পরির্দশন করেন স্থানীয় সরকার নরসিংদী উপ-পরিচালক (উপসচিব) মৌসুমী সরকার রাখী।
উক্ত পরিদর্শনে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃআজগর হোসেন এবং রায়পুরা ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান মোঃফারুক হোসেনসহ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যরাও উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার উপ-পরিচালক (উপসচিব) অত্র ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যানের সততা ও নিষ্ঠার প্রশংসা তুলে ধরেন এবং ভবিষ্যতে এর ধারাবাহিকতা বজায় রেখে কাজ করার পরামর্শ দেন।
রায়পুরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে চেয়ারম্যান ও ইউপির সকল সদস্যরাসহ ইউনিয়ন বাসী প্রশংসার দাবীদার হওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন।