ইন্দিরা ধর(৩৭) একজন গৃহিনী। তিনি বাসা হইতে হাজারী গলিতে কিছু কেনাকাটা করতেন যান। কেনাকাটা শেষে একটি রিক্সা যোগে বাসায় যাওয়ার জন্য ইং ১৩/০৩/২০২১ তারিখ সন্ধ্যা অনুমান ০৭.১৫ ঘটিকার সময় কোতোয়ালী থানাধীন আন্দরকিল্লা মোড় সিটি ব্যাংকের সামনে রাস্তার উপর পৌছিলে আসামী মোঃ আলাউদ্দিন (২২) রিক্সার পিছন দিকে উঠে ইন্দিরা ধর (৩৭) এর গলায় থাকা ০৮ আনা ০৫ রত্তি ওজনের স্বর্ণের চেইন টান দিয়ে যায় ছিনিয়ে নিয়ে আন্দরকিল্লা মসজিদ রোডের দিকে দ্রুত পালিয়ে যায়। তিনি আসামীর পিছু পিছু ধাওয়া করলেও সে দৌড় দিয়ে লোকের ভিড়ে মিশে যায়। তিনি থানায় এজাহার দায়ের করলে কোতোয়ালী থানার মামলা নং-৭৫, তাং-২৩/০৩/২০২১ইং, ধারা-৩৯২ দঃ বিঃ রুজু হয়।
বর্ণিত মামলার তদন্তকারী অফিসার এসআই/মোঃ মোমিনুল হাসান ইং ২৩/০৩/২০২১ তারিখ প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১০.০৫ ঘটিকার সময় সঙ্গীয় অফিসারদের সহায়তায় কোতোয়ালী থানাধীন আন্দরকিল্লা মোড় হইতে ১নং আসামী মোঃ আলাউদ্দিন (২২) কে আটক করে। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে তার নাম ঠিকানা প্রকাশ সহ ঘটনার কথা স্বীকার করে এবং ছিনতাইকৃত স্বর্ণের চেইন হাজারী গলিতে ২নং আসামীর নিকট বিক্রয় করেছে বলে জানায়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে ১নং আসামীর দেখানো মতে ইং ২৩/০৩/২০২১ তারিখ ১০.৪৫ ঘটিকার সময় কোতোয়ালী থানাধীন হাজারী গলিস্থ নিউ মুক্তা জুয়েলার্স নামক দোকান হইতে ২নং আসামী সুবল মহাজন (৩৫) কে ছিনতাইকৃত স্বর্ণ ক্রয় বিক্রয়ের অপরাধে গ্রেফতার করা হয়। ধৃত ২নং আসামীকে জিজ্ঞাসাবাদে সে তার নাম ঠিকানা প্রকাশ সহ ধৃত ১নং আসামীর নিকট হইতে স্বর্ণ ক্রয় করেছে বলে স্বীকার করে। ধৃত ২নং আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে তার নিজ হাতে বের করে দেওয়া মতে ০১টি ০৮ আনা ০৫ রত্তি ওজনের স্বর্ণের ছেড়া চেইন উদ্ধারপূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ করা হয়।
উল্লেখ্য যে, ধৃত ১নং আসামীর বিরুদ্ধে সিএমপি’র কোতোয়ালী থানায় দঃ বিঃ আইনের ৩৯২ ধারা, দ্রুত বিচার আইনের ০১টি, অস্ত্র আইনের ০১টি মাদকদ্রব্য আইনের ০২টি মামলা সহ সর্বমোট ০৫টি মামলা রহিয়াছে।
Leave a Reply