রিপন মেম্বার হত্যা মামলার এজাহার নামীয় ০৪ আসামি গ্রেফতার
লালন মন্ডল,ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার মামলা নং-১৬, তারিখ ১৮/১০/২০২৩খ্রীঃ এর এজাহারে বর্ণিত ধৃত আসামী বদিয়ার বিশ্বাস (৪৮) পিতা- মৃত ছবেদ বিশ্বাস,
আঃ মজিদ শেখ (৬০) পিতা- মৃত কিয়াম উদ্দিন শেখ,
উভয় সাং মিন গ্রাম পশ্চিম পাড়া।
জাহিদ মোল্লা (৩৫) পিতা – জর্জ আলী মোল্লা,
মোঃ ইউসুফ আলী লস্কর ( ২৮) পিতা- মোঃ ইউনুস আলী লস্কর, উভয় গ্রাম – মিন গ্রাম পূর্ব পাড়া,সর্ব থানা শৈলকুপা,জেলা ঝিনাইদহ। ঢাকা নিউমার্কেট এলাকা থেকে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, জেলা গোয়েন্দা শাখা ঝিনাইদহ এর একটি চৌকস দল তথ্য প্রযুক্তির মাধ্যমে গতকাল ২১/১০/২০২৩ইং তারিখ সন্ধ্যা রাতে গ্রেফতার করে।