মোঃ দেলোয়ার হোসেন নিজস্ব প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার কেন্দুয়া খাল এলাকায় জোড় পূর্বক বালু নেওয়াকে কেন্দ্র করে কৃষক জামাল মিয়াকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসী আজিজুল । ১লা নভেম্বর মঙ্গলবার সকালে একই এলাকার সন্ত্রাসী আজিজুল জোড় পূর্বক বালু নিতে আসলে আহত জামাল বাঁধা দিলে তাকে কোদাল দিয়ে মাথায় কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে আজিজুলের নেতৃত্বে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে জামাল মিয়ার বাড়ি ঘর কুপিয়ে ভাংচুর করে। জানা যায় আজিজুল এর বিরুদ্ধে রুপগঞ্জ, ও ফতুল্লা মডেল থানা সহ প্রায় ১২-১৫ টা মামলা, মাডার, নারী ও শিশু নির্যাতন, মাদক, অস্ত্র, জমিদখল, বালু ধস্যুসহ বহু মামলার আসামি, কোন এক পিরজাদার ছত্রছায়া থেকে এই অপকর্ম গুলো করে বলে এলাকার জনগণ বলেন।