
এস এম রফিক স্টাফ রিপোর্টার (৩৮) মামলার রানি গ্রেফতার রাজধানীর মিরপুরে ফ্ল্যাটে ফ্ল্যাটে হানা দিয়ে গৃহবধূদের চেতনানাশক মিশিয়ে ‘বিষ-শরবত’ পান করিয়ে সর্বস্বান্ত করা দুর্ধর্ষ প্রতারক চক্রের প্রধান হোতাকে রূপনগর থানা পুলিশ অবশেষে গ্রেফতার করেছে। রূপনগর থানার ওসি মোরশেদ আলম এবং রূপনগর-পল্লবী জোনের সহকারী কমিশনার (এসি) জাহিদ ইসলামের বিশেষ রণকৌশলের ফলেই এই কুখ্যাত নারী অপরাধী পুলিশের জালে ধরা পড়ে। গ্রেফতারকৃত এই ভয়ংকর নারীর নাম তানিয়া আক্তার (৪০)। তার বিরুদ্ধে রূপনগর থানাসহ রাজধানীর বিভিন্ন থানায় চুরি ও প্রতারণার অভিযোগে কমপক্ষে (৩৮)টি মামলা রয়েছে! ‘শরবতের’ আড়ালে ভয়ংকর ফাঁদ: পুলিশ জানিয়েছে, তানিয়া অত্যন্ত নিপুণ কৌশলে অভিজাত এলাকার ফ্ল্যাটগুলোতে প্রবেশ করত। এরপর বিশ্বস্ততার আড়াল নিয়ে গৃহবধূদের নিজের হাতে তৈরি পানীয় (শরবত) খেতে দিত। সেই পানীয়তে মেশানো থাকত মারাত্মক চেতনানাশক ওষুধ, যা পান করার সঙ্গে সঙ্গেই শিকার অচেতন হয়ে যেত এই সুযোগে সে ফ্ল্যাটের আলমারি বা সিন্দুক ভেঙে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র লুট করে দ্রুত গা ঢাকা দিত। সফল অভিযানে উদ্ধার কোটি টাকার মালপত্র: রূপনগর থানা পুলিশের তীক্ষ্ণ নজরদারির ফলস্বরূপ আজকে ১১/১১/ ২০২৫/তারিখে সাভার, আশুলিয়া ও গাজীপুরের বিভিন্ন এলাকায় ঝটিকা অভিযান চালানো হয়। ওসি মোরশেদ আলম এবং এসি জাহিদ ইসলামের নেতৃত্বে পরিচালিত এই সফল অভিযানে তানিয়া কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার হওয়া আলামতের তালিকা উদ্ধারকৃত মালামালের বিবরণ ১ টি সাদা রঙের প্রাইভেট কার ১জোড়া কানের ঝাপটা, যাহার ওজন সাত আনা তিন পয়েন্ট কানের দুল তিনটি, নাকফুল দুইটি, যাহার ওজন মোট চার আনা পাথরসহ স্বর্ণের কানের টপ চারটি, পাথরসহ স্বর্ণের নাকফুল পাঁচটি, পাথর ব্যতীত স্বর্ণের ওজন মোট তিন আনা (v) পাঁচটি আংটি, ওজন পাঁচ আনা তিন রত্তি চোরাই স্বর্ণ বিক্রির উদ্ধারকৃত মোট টাকা = ৯,০৯,৮৪০/- (নয় লক্ষ নয় হাজার আটশত চল্লিশ) টাকা ইমিটেশনের হাতের বালা ০২টি ইমিটেশনের হাতের চুড়ি ০২ টি ইমিটেশনের গলার চেইন ০৩ টি ইমিটেশনের গলার হার ০১ টি ইমিটেশনের কানের দুল ১ জোড়া ইমিটেশনের মোট বড় আংটি ৬টি ছোট সাইজের ওজন মাপার ডিজিটাল মেশিন ১টি।