নেত্রকোনা জেলা বিশেষ প্রতিনিধিঃ
নেত্রকোনা পুর্বধলায় ৩১জুলাই রাত আনুমানিক ১২ টায় মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেল স্কুল শিক্ষকের স্বামী শামসুল হক। উনার গ্রামের বাড়ি মইলাকান্দা।শামসুল হক দুর্গাপুর উপজেলার শ্রীরামখীলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিলুফা ইয়াসমিন এর স্বামী। মৃত শামসুল হক আনুমানিক রাত ১১.৩০ মিনিটে শশুর বাড়ি দুর্গাপুর থেকে রাতে নিজ বাড়ি মইলাকান্দা দিকে রওনা হলে প্রচুর বৃষ্টির মধ্যেই সে মোটরসাইকেল চালাতে থাকলে আনুমানিক রাত ১২ টায় নিয়ন্ত্রণ হারিয়ে পুর্বধলা আতকাপাড়া নামক স্থানে আগে থেকেই পামছাড় হয়ে দাড়িয়ে থাকা ড্রামট্রাকের পিছনে ধাক্কা খেয়ে মোটরসাইকেলটি ড্রামট্রাকের পিছন দিক দিয়ে ভিতরে ঢুকে যায় এবং শামসুল হক মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়।কিন্তু কেউ না থাকায় অজ্ঞাত অবস্থায় পড়ে থাকলে অপর দিক থেকে আসা আরেক ড্রামট্রাকের ড্রাইভার দেখে পুর্বধলায় রাতের ট্রহলরত পুলিশকে অবহিত করলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে পরিবারের সাথে যোগাযোগ করে মৃত্যুর খবর নিশ্চিত করে।এমনটাই জানিয়েছেন শামসুল হকের চাচাতো শ্যালক।
পরিবারের কোন অভিযোগ না থাকা, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করেন পুর্বধলা পুলিশ প্রশাসন।