কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায়
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে
ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।৬ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা হলরুম থেকে একটি র্যালি বের হয়ে রৌমারী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে রৌমারী মহিলা কলেজের ইংরেজি সহকারি অধ্যাপক এমএ ছামাদ খাঁন এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার আগে বর্ণাঢ্য র্যালি,সপ্তম বর্ষপূর্তিতে সাত পাউন্ড কেক কাটা,নবীনবরণ “ছাত্রদের রাজনীতি বন্ধ করা উচিত”এর পক্ষে বিপক্ষে ইংলিশে ডিবেট,এর পর নাটক মু আ রাজ্জাক রচিত ,ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের প্রিন্সিপাল এম আর ফেরদৌস কর্তৃক অনুদিত ও পরিচালিত নাটক
মঞ্চস্থ হয় “লাভ লষ্ট”।এতে অংশ গ্রহন করেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের সকল সদস্যবৃন্দ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন
রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) মাহমুদা আকতার স্মৃতি, প্রভাষক আব্দুল আওয়াল, আনোয়ার হোসেন,প্রভাষক মনছের আলী,প্রভাষক আ: হাই,ফারুক হোসেন,বানী ইয়ামিন, প্রভাষক নাজমুল হক,প্রভাষক এস এম সোহান ,প্রভাষক ফরিদ উদ্দীন,
আরোও উপস্থিত ছিলেন
সাংবাদিক ও সংগঠক শাহ মোঃ আব্দুল মোমেন, সুরকার,গীতিকার নুরুল ইসলাম,শিক্ষার্থী উপহার,
প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, এম আর ফেরদৌস, নাজমুল হক, বানী ইয়ামিন।
আলোচনা সভায় বক্তারা ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের ৭ বছরের সফল কর্মকান্ড তুলে ধরেন।ল্যাংগুয়েজ ক্লাবের শিক্ষার্থীগণ সাবলীল ভাবে ইংলিশ বলতে পারে,তারা ইংলিশে ডিবেট করে, নাটক করে, উপস্থিত বক্তব্যের দক্ষতা অর্জন করেছে। ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের অনেক শিক্ষার্থী দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া করে।
ডিবেট ও নাটকটি উপভোগ করেন, রৌমারী সরকারি ডিগ্রি কলেজ ও মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক-
শিক্ষার্থীসহ অত্র এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।