রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি: মহান রুশ বিপ্লবের ১০৫ তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন রৌমারী উপজেলা পাঠচক্র ফোরামের উদ্যোগে আজ বিকেল ৪ ঘটিকায় পাখীউড়া শহীদ মুক্তিযোদ্ধা কলেজ মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
আলোচনা সভায় সংগঠনের উপজেলা সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা কমরেড মহীউদ্দীন আহমেদের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সমন্বয়ক কমরেড শুভ্রাংশু চক্রবর্তী, কমরেড আব্দুর রাজ্জাক, ইউসুফ আলী রিজভী,ময়েন উদ্দিন, ছাত্র নেতা ফিরোজ আহমেদ, ইউপি সদস্য ও কুষক নেতা শাহজাহান সিরাজ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা মহান রুশ বিপ্লবের চেতনা ধারণ করে বর্তমান পরিস্থিতিতে শোষণ নীপিড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সমাজ বদলের
সংগ্রাম জোরদার করার আহবান জানান।