শাহ মোঃ আব্দুল মোমেন,রৌমারী (কুড়িগ্রাম)প্রতিনিধি: বন্যাকালিন সময়ে নিরাপদ ও বিশুদ্ধ পানীয় জলের সরবরাহ নিশ্চিত করণে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় লোকাল গর্ভনমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেইনঞ্জ (লজিক) প্রকল্পের আওতায় ২০২১-২২অর্থ বছরে ৯ লক্ষ ৪০হাজার টাকা ব্যয়ে শিক্ষার্থী, শিক্ষক কর্মচারী ও অভিভাবকদের জন্য বন্যা সহিষ্ণু পানি শোধানাগার স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে।
পানি শোধানাগার স্থাপনের শুভ উদ্বোধন করায় দাঁতভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়, টাপুরচর বালুরগ্রাম উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা খুব খুশি হয়েছেন।দাঁতভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী রুমা আক্তার বলেন, বন্যার সময় বিশুদ্ধ পানী পানে সমস্যা হতো এখন সহজে বিশুদ্ধ পানীয় পান করতে পারবো।
শনিবার সকালের দিকে উপজেলার দাঁতভঙ্গা ইউনিয়নের দাঁতভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়, টাপুরচর বালুরগ্রাম উচ্চ বিদ্যালয় চত্বরে এই পানি শোধানাগার স্থাপনের শুভ উদ্বোধন করেন দাঁতভাঙ্গা ইউপি চেয়ারম্যান এসএম রেজাউল করিম।
এ সময় উপস্থিত ছিলেন দাঁতভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফূল ইসলাম, টাপুরচর বালুরগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গণি,ইউপি সচিব রোকনুজ্জামান,ইউপি সদস্য মিজানুর রহমান,হাবিবুর রহমান হাবিব ও আবুল হোসেন, ইয়াসিন আলী,হাফেজ সাজাহান,আবু সাঈদ,আজিজুল হক,মাজেদা বেগম, লজিক প্রকল্পের উপজেলা সমন্বয়কারি নজরুল ইসলাম, প্রজেক্ট ইঞ্জিনিয়ার সাহেদ হোসেন, দাঁতভাঙ্গা ইউনিয়ন কমিউনিটি মোবিলাইজেশন ফ্যাসিলেটেটর সিএমএফ এরশাদুল হক,সাংবাদিক, রফিকুল ইসলাম, কোব্বাছ আলী,চানমিয়াসহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।