শাহ মোঃ আব্দুল মোমেন,রৌমারী (কুড়িগ্রাম)প্রতিনিধি: “শিক্ষকদের হাত ধরেই, শিক্ষার ব্যবস্থা রুপান্তর শুরু’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় কুড়িগ্রামের রৌমারী উপজেলায় শিক্ষক দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে রৌমারী উপজেলা প্রশাসনিক ভবনের সামনে পথ সভায় রৌমারী সি জি জামান সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হোরায়রার সঞ্চালনায় বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইবুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদা আকতার স্মৃতি (ভার:), ভাইস চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন, রৌমারী সরকারি কলেজের অধ্যক্ষ সামিউল ইসলাম জীবন, দাঁতভাঙ্গা ফুলজান বসুনিয়া দাখিল মাদ্রাসার সুপার রফিকুল ইসলাম, রৌমারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হুমায়ন কবীর, রৌমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আক্তার শিউলী,খঞ্জনমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মোঃ জাহাঙ্গীর আলম প্রমূখ।