মোঃ লুৎফর রহমান লিটন সিরাজগঞ্জ বিশেষ প্রতিনিধিঃ-র্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বরে ১৯৯ বোতল ফেন্সিডিলসহ ১ জন শীর্ষ মাদক ব্যবসায়ী আটক; ট্রাক জব্দ করেছে।
শুক্রবার (৪ নভেম্বর) বিকেল ০৪:৫৫ ঘটিকার সময় গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন হাইওয়ে রাস্তার গোলচত্বরের উত্তর পার্শ্বে বঙ্গবন্ধু সেতু পশ্চিম ফুড কর্ণারের সামনে একটি ট্রাকে তল্লাশী চালিয়ে ১৯৯ বোতল ফেন্সিডিলসহ ০১ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় একটি ট্রাক এবং একটি মোবাইল জব্দ করেছে।
গ্রেফতারকৃত আসামীঃ মোঃ সুজন মিয়া(৩০), পিতাঃ মৃত জাহাঙ্গীর আলম,সাং- জয়রাম ওঝা, থানাঃ গঙ্গাচরা, জেলা-রংপুর।
র্যাব জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।
র্যাব-১২’র মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শুক্রবার (৪ নভেম্বর) রাত্রি ০৯.৩০ ঘটিকার সময় এসব তথ্য নিশ্চিত করেন তিনি আরও বলেন এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২ বদ্ধপরিকর।
র্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।