রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এলাকায় ২ কেজি ৬৩০ গ্রাম হেরোইনসহ(আনুমানিক মূল্য ২কোটি ৫০ লক্ষ টাকা) আন্তজেলা মাদক সরবরাহকারী চক্রের ৩ শীর্ষ মাদক ব্যবসায়ী কে আটক করে র্যাব-১২’র সদস্যরা। এ সময় ১ টি প্রাইভেট কার জব্দ করা হয়।
সকালে প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে র্যাব-১২’র এসি
উপ-অধিনায়ক মেজর কাজী আলমগীর হোসেন জানান,২রা জুলাই বিকেল ৫ ঘটিকার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১২’র সদর কোম্পানীর একটি অভিযানিক দল সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার সয়দাবাদ এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ০২(দুই)কেজি ৬৩০(ছয়শত ত্রিশ) গ্রাম হেরোইনসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব-১২।
এ সময় তাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১ টি প্রাইভেট কার,৪ টি মোবাইল ফোন এবং নগদ- ১২,২০০/-(বার হাজার দুইশত) টাকা জব্দ করা হয়।
আটককৃত আসামীরাঃরাজশাহী জেলার গোদাগারী থানার ব্রাম্মন গ্রামের শামসুল হুদা লুকমানের ছেলে রাশিদুল হক @ মনি (২২),একই এলাকার কামাল উদ্দিনের ছেলে
কামরুজ্জামান @ রনি (২৩),ও চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার হমরা গ্রামের শফিকুল ইসলামের ছেলে শাকিল আহম্মেদ (২০)।
আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।