মোঃ বাবুল হক,চাঁপাইনবাবগঞ্জ জেলা ব্যুরোঃসিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, একটি অভিযানিক দল ২১ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ ৪:০০ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন ৮নং দেবীনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাগান পাড়া গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আব্দুল গাফ্ফার (৫৫), পিতা-মৃত কলিম উদ্দিন মন্ডল, মাতা-মৃত সৈয়দা বেগম, স্থায়ী সাং-ছয় রশিয়া, থানা ও জেলা-চাঁপাইনবাবগঞ্জ বর্তমান ঠিকানা সাং-বাগানপাড়া, ইউনিয়ন-দেবীনগর, থানা ও জেলা- চাঁপাইনবাবগঞ্জ’ কে ৫০০(পাঁচশত) গ্রাম হেরোইন এবং ২টি মোবাইল ফোন সহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী একজন মাদক ব্যবসায়ী। চাঁপাইনবাবগঞ্জ সীমন্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করত। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকের একটি চালান সরবরাহ করা সংক্রান্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম হেরোইন সহ বর্নিত এলাকা হতে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।