লালন মন্ডল,ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ জেলার কালীগঞ্জ পৌরসভার কাশিপুর বেদে পল্লীতে সামাজিক বিষয়াদি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। পূর্ব বিরোধের জেরধরে গত ২৯ নভেম্বর ২০২২ তারিখ পূর্ব পরিকল্পিতভাবে আসামী আশিকুর রহমান ও ফয়সালসহ তাদের সহযোগীরা দেশীয় তৈরী অস্ত্রশস্ত্র দিয়ে ভিকটিম মোঃ আরিফ(৪৮)কে এলোপাথারী কুপিয়ে রক্তাক্ত জখম করে।
পরবর্তীতে যশোর সদর হাসপাতালে নেওয়ার পরে ভিকটিম মৃত্যবরণ করেণ।এ বিষয়ে ভিকটিমের স্ত্রী বাদী হয়ে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বিষয়টি বিভিন্ন মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয় এবং জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করে। র্যাব-৬ এর একটি আভিযানিক দল উক্ত হত্যা মামলার আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে।
২৬ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ র্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে যে, উক্ত চাঞ্চল্যকর হত্যাকান্ডের সাথে জড়িত আসামী ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানা এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি একই তারিখ ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানাধীন একতারপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামী-১। মোঃ ফয়সাল (২৮), থানা-কালীগঞ্জ, জেলা-ঝিনাইদহকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত হত্যাকান্ডের সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে। মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানায় হস্তান্তরের কাজ প্রক্রিয়াধীন।