চট্রগ্রম বাঁশকালী উপজেলা ২৭ জুলাই ২০২২খ্রিঃ তারিখ ০৪৪৫ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার বাঁশখালী থানাধীন ছনুয়া ইউপিস্থ খুদুকখালী এলাকায় এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় তৈরী ০২টি ওয়ান শুটার গান উদ্ধারসহ ০২জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো ১। মোঃ আব্দুল হালিম @বাচ্চু (৩৮), পিতা-মৃত নুরুল আফছার, সাং-খুদুকখালী, থানা-বাঁশখালী, জেলা-চট্টগ্রাম এবং ২। মোঃ সাগর (৪২),পিতা-মৃত আব্দুস সালাম, সাং-সোনাই বাপের পাড়া, থানা-বাঁশখালী, জেলা-চট্টগ্রাম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই অস্ত্র সন্ত্রাসীরা স্থানীয়ভাবে প্রভাবশালী গ্রুপের নেতাদের জন্য পেশী শক্তি হিসাবে কাজ করত যারা সমুদ্র এলাকা, মাছ ধরার ব্যবসা এবং ঘের এলাকার অন্যান্য ব্যবসা নিয়ন্ত্রণ করে।
উল্লেখ্য, সিডিএমএস পর্যালোচনা করে ধৃত আসামী মোঃ আব্দুল হালিম @ বাচ্চু এর বিরুদ্ধে চট্টগ্রাম জেলার বাঁশখালী থানায় সন্ত্রাসী কর্মকান্ডের ০১টি মামলা পাওয়া যায়।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত অস্ত্র সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।