র্যাব-৫, রাজশাহী সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের এর অভিযানে হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। গত ২৭ জানুয়ারি ২০২২ তারিখ রাএী ০৮.০০ ঘটিকায় রাজশাহী জেলার চারঘাট থানাধীন চারঘাট বাজারস্থ চারঘাট ডাক-বাংলো সংলগ্ন পাকা রাস্তার উপর অপারেশন পরিচালনা করে।
উক্ত অভিযানে, হেরোইন-৮০০ গ্রাম, মোবাইল-০১ টি, সীমকার্ড-০২ টি, মেমোরিকার্ড-০১ টি উদ্ধার করেন এবং আসামী মোঃ খুশি আলী খুশি (২৬), পিতা-মৃত আফজাল আলী, সাং-মিলিক গওরা, থানা-চারঘাট, জেলা-রাজশাহী‘কে গ্রেফতার করা হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, ০১ জন মাদক ব্যবসায়ী মাদকসহ যাত্রীবেশে বাসে উঠিয়া বাঘা হইতে রাজশাহী শহরের দিকে যাইতেছে। উক্ত সংবাদ প্রাপ্ত হইয়া একই তারিখ সন্ধ্যা ০৭.১৫ ঘটিকায় রাজশাহী জেলার চারঘাট থানাধীন চারঘাট বাজারস্থ চারঘাট ডাক-বাংলো সংলগ্ন সামনে বাঘা টু রাজশাহী গামী পাকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করে। চেকপোষ্ট পরিচালনাকালে একই তারিখ সন্ধ্যা ০৭.৩০ ঘটিকার সময় রাজশাহী জেলার চারঘাট থানাধীন চারঘাট বাজারস্থ চারঘাট ডাক-বাংলো সংলগ্ন সামনে বাঘা টু রাজশাহী গামী পাকা রাস্তার উপর সাদা রংয়ের ০১টি আনাম পরিবহণ (মিনি বাস) যাহার রেজিঃ নং-ঢাকা মেট্টো-জ-০৪-০৯৭০ আসিলে সংকেত দিয়া রাস্তার বাম পার্শ্বে থামানো হয়। উক্ত বাসের হেলপার, সুপারভাইজার, ড্রাইভার ও যাত্রীদের উপস্থিতিতে বাসে উঠামাত্র র্যাবের উপস্থিতি টের পাইয়া ০১ জন ব্যক্তি উক্ত বাসের গেটের পার্শ্ব সংলগ্ন সিট হইতে কৌশলে পালানোর চেষ্টাকালে বাসের ভিতরে আটক করা হয়। ধৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।