স্পেশাল করেসপন্ডেন্টঃ লক্ষ্মীপুরের রামগতিতে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে।আজ মঙ্গলবার উপজেলার কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে এস. এস. শান্তুনু চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ার হোছাইন আকন্দ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরাফ উদ্দিন আজাদ চেয়ারম্যান উপজেলা পরিষদ , এম মেজবাহ উদ্দিন মেয়র রামগতি পৌরসভা, সহকারী কমিশনার (ভূমি), অফিসার ইনচার্জ, রামগতি থানা, আবদুল ওয়াহেদ, সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামীলিগ সহ প্রমুখ উপস্থিত ছিলেন, অনুষ্ঠানে ভূমিহীনদের গৃহও জমি ওজমির কাগজ পত্রাদি ও হতে তুলে দেন।