স্পেশাল করেসপন্ডেন্টঃ
লক্ষ্মীপুরের রামগতিতে ৫ বছরের ছেলে সহ মা নিখোঁজের রহস্য জনক বলে মনে করছেন স্থানীয়রা ।স্থানীয় সূত্রে জানা যায় পরিবারটি রামগতি উপজেলার সেবাগ্রাম বাসিন্দা ছিলেন, নদী ভেঙ্গে যাওয়ায় তারা নতুন বাড়ি তৈরি করেন উপজেলার চররমিজ ইউনিয়নের ৬ নং চরআফজল গ্রাম। পরিবারের এক সন্তান মেহেদি হাসান (৫),স্বামী আনোয়ার সহ অন্তঃসত্ত্বা রোকসানা আক্তার দম্পতি বসবাস করে আসছেন।মঙ্গলবার রাত্র থেকে মা ও সন্তান নিখোঁজ বুধবার ঘরের মেঝেতে রক্ত লেগে থাকায় ঘটনাটি রহস্যজনক মনে করে পুলিশে খবর দেয় স্থানীয়রা।ঘটনার সূত্রে বুধবার (১১ মে) উপজেলার চররমিজ ইউনিয়নের চরআফজল গ্রাম থেকে ৭ জনকে আটক করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (১০ মে) রাতে খাওয়া শেষে আনোয়ার ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী রোকসানা একসঙ্গে ঘুমিয়ে পড়ে। কিন্তু সকালে ঘুম থেকে উঠে ছেলে মেহেদিসহ রোকসানাকে বিছানায় দেখা যায়নি। এতে আশপাশে খুঁজেও তাদের সন্ধান মেলেনি। বিষয়টি প্রতিবেশিদেরকেও জানানো হয়। একপর্যায়ে আশপাশের লোকজন ঘরে এসে মেঝেতে রক্ত দেখতে পায়। এতে তারা তাৎক্ষণিক পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল পৌঁছে দুপুরে ৪ জনকে আটক করে। পরে রাত ৯টার দিকে ঘটনাস্থল থেকে আরো তিনজনকে আটক করা হয়।
চররমিজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম দিদার বলেন, ঘটনাটি রহস্যজনক, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে পুলিশ তদন্ত করছে।