রোববার (১২ মার্চ) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের উদ্বেগে বঙ্গবন্ধু চত্বরে নেতাকর্মীদের মাঝে বিনামূল্যে হেলমেট বিতরণকরা হয়। এসময় উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর,২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন। অনুষ্ঠানে এমপি নয়ন বলেন, আজকের ছাত্রলীগের নেতাকর্মীরা স্মার্ট হলে নিসন্দেহে আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকির সঞ্চালনায় ছিলেন জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া। এতে বিশেষ অতিথি ছিলেন, জেলা পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন, আওয়ামী লীগ নেতা আবদুল মতলব ও যুবলীগ নেতা রাকিব হোসেন লোটাস প্রমুখ।