লক্ষ্মীপুরে বীর মুক্তিযোদ্ধা সাবেক মেয়র ও সাবেক জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মরহুম আলহাজ্ব এম.এ তাহেরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন। জানাজার নামাজ লক্ষ্মীপুর সরকারি আদর্স সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১১টা সময় অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে উপস্থিত হন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ, বাংলাদেশ আওয়ামীলীগের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সরকার দলীয় হুইফ আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও বাংলাদেশ যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খাঁন নিখিল সহ লক্ষ্মীপুর(৩) সংসদ সদস্য এ.কে.এম শাহাজাহান কামাল, লক্ষ্মীপুর(২) সংসদ সদস্য ও লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর জেলা প্রশাসক আনোয়ার হোসেন আকন্দ, লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু ও লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগ সকল অঙ্গ সংগঠনের সাবেক ও বর্তমান নেতাকর্মীবৃন্দ, লক্ষ্মীপুর জেলার বিভিন্ন অস্তরের সর্বদলীয় নেতাকর্মীবৃন্দ সহ লক্ষ্মীপুর জেলার হাজার হাজার সাধারন মানুষ ও মরহুমের আত্মীয়-স্বজন শুভাকাঙ্ক্ষীরা জানাজার নামাজে অংশগ্রহণ করেন। জানাজা শেষে উওর তেমুহনী কালিবাজার রোডে জালালিয়া মাদ্রাসার কবরস্থানে মরহুমের দাফন সম্পূর্ণ হয়।