লক্ষ্মীপুর সদর উপজেলাধীন ৮ নং বশিকপুর ইউনিয়ন যুবলীগ সহ-সভাপতি আলাউদ্দিনকে ৩০ সেপ্টেম্বর রাতে তার বাড়ির পাশে রশিদপুর গ্রামে গুলি করে হত্যা করে দূবৃত্তরা।
এঘটনায় নিহতের মেঝো ছেলে মেহেদী হাসান আকাশ বাদী হয়ে চন্দ্র গঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে যার নং ৫৬৭৪/৩/১ তাং ০১/১০/২২ ইং।
মামলায় নিশান ওরপে ছোট নিশান, (২৫) পিতা- শাহাবুদ্দিনকে প্রধান আসামী করা হয়।
মামলার অন্যন্য আসামীরা হলো, মুরাদ, (৩৩) পিতা- সিরাজ উল্যা, ছোট ইউসুপ, (২৩) পিতা- বদিউজ্জামান খোকন, আনোয়ার হেসেন, (২২) জাবেদ, (৩২) আক্তার হোসেন, (৪০) মাহবুবুর রহমান বাচ্চু, রাকিব, ফরিদ উদ্দিন, আব্দুল গণি, ফারভেজ, সুমন, শিপন, সাইফুল সহ অজ্ঞাত আরো ১৫ – ২০ জন।
এদিকে এ ঘটনায় লক্ষ্মীপুরে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ নেতা-কর্মীদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
খুনীদের গ্রেপ্তারের দাবীতে দফায় দফায় মিছিল মানববন্ধন করছে নেতা – কর্মীরা।
মামলার বিষয়ে জানতে চাইলে চন্দ্রগঞ্জ থানার ওসি মোসলে উদ্দিন বলেন, এই মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে, অন্যান্য আসামিদের গ্রেপ্তার করতে আইন শৃঙ্খলা বাহীনি তৎপর রয়েছে।