মোঃ শাহ ইমরান লক্ষ্মীপুর লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুর মান্দারী দারুল ইসলাম ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসার ছাত্রদের সংবর্ধনা ও নতুন ছাত্রদের সবক প্রদাণ অনুষ্ঠান উক্ত মাদরাসার হল রুমে সম্পন্ন হয়ছে।
উক্ত স্বর্ণপদক পুরস্কার অর্জন কারি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত -ছিলেন আন্তর্জাতিক ক্বারি
শায়েখ সৌয়দ সাদিক মুসাল্লিম (ইরান) ও
শায়েখ সালাহ মো: সোলাইমান (মিসর)
শায়েখ আহমাদ হিজা (তানজানিয়া)
শায়েখ ক্বারী মাও. শহীদ উল্যাহ (বাংলাদেশ)
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটতলী মাদসার মুহাদ্দিস শাইখুল হাদীস মাও. সুলাইমান সাহেব, ও
মুফতি হুসাইন আল হুদা, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল দারুল ইলম আল ইসলামিয়া, উত্তরা,ঢাকা।
উক্ত অনুষ্টানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন – মাও.ইমদাদুল হক শরীফ, প্রিন্সিপাল টুমচর দারুল উলুম মাদরাসা।
সংবর্ধনা ও নতুন ছাত্রদের সবক প্রদাণ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন – দারুল ইসলাম ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসার পরিচালক মুফতি সাইফ উদ্দিন মাহফুজ।
সঞ্চালক- দারুস সুন্নাহ হিফজুল কুরআন মাদরাসা ঢাকা এর প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাও.ওমর ফারুক
পরবর্তীতে উক্ত অনুষ্ঠান দোয়া মোনাজাতের মাধ্যমে শেষ হয় দোয়া মুনাজাত পরিচালনা করেন মারকাজুল মুঈন মাদানিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি আব্দুর রহমান।