মাহবুবুর রহমান জিসান
স্টাফ রিপোর্টারঃ- লক্ষ্মীপুরে সন্ত্রাস দমন আইনের মামলায় বাংলাদেশ জামায়তে ইসলামির তিন শীর্ষ নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত। তাদের মধ্যে রয়েছেন- জেলা জায়ামাতের আমির জনাব মোঃ রুহুল আমিন ভূইয়া,
জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মোঃ হাফিজ উল্যা এবং জেলা কমিটির সিনিয়র নেতা নুরুল হুদা।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর শহরের দক্ষিণ তেমুহনী এলাকার সেমিপাকা একটি ভাড়া বাসায় জামায়াতের ৪০-৫০ জন লোক সন্ত্রাসী কর্মকান্ড ঘটানোর পাঁয়তারায় বৈঠক করছিলেন।
এসময় ৫২০টি জেহাদি বইসহ দুইজনকে আটক করে পুলিশ। বাকিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
পরদিন সদর মডেল থানার এসআই হাবিবুর রহমান বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের করে।
আটকদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরন করা হয়।