লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব মোঃ আনোয়ার হোসাইন আকন্দ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা সুযোগ্য পুলিশ সুপার ( অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ড. এ এইচ এম কামরুজ্জামান পিপিএম-সেবা মহোদয়, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ শাহজাহান, জেলা আওয়ামীলীগ সভাপতি জনাব মিয়া গোলাম ফারুক পিংকু, লক্ষ্মীপুর পৌর মেয়র জনাব মোজাম্মেল হোসেন মাসুম ভূইয়া, লক্ষ্মীপুর সদর উপজেলা চেয়ারম্যান জনাব এ কে এম সালাহ উদ্দিন টিপু, নির্বাহি ম্যাজিস্ট্রেট সহ সরকারি বিভিন্ন পদে কর্মকর্তাগন ও রাজনীতি নেতৃবৃন্দ।