লক্ষ্মীপুর সদর উপজেলা আওতাধীন ১৫নং লাহারকান্দি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক মোঃ মনোয়ার হোসেন সন্ত্রাসী বাহিনীর হামলার সিকার হন।
গত ২১ তারিখ আনুমানিক রাত ১০ টার সময় ১৫ নং লাহারকান্দি ইউনিয়নের পশ্চিম সৈয়দপুর ৯নং ওয়ার্ড় মামুনের দোকান সংলগ্ন রাস্তার উপর মোঃ মনোয়ার হোসেন’কে একা পেয়ে পথরোধ করে সন্ত্রাসীরা রড়,ফাইব দিয়ে এলোপাতাড়ি পিটানো শুরু করেন। এক পর্যায় সন্ত্রাসী মোঃ রিফাত তার হাতে থাকা রড় দিয়ে মোঃ মনোয়ার হোসেন কে মাথায় আঘাতের চেষ্টা করলে তা ধরতে গেলে রড় তার চোখে লাগার পর মারাত্নক রক্তাক্ত জখম হয়। গঠনার পর স্থানীয়রা তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
হামলাকারীর বেপারে জানতে চাইলে আহত মোঃ মনোয়ার হোসেন বলেন পূর্বে হইতে বিভিন্ন বিষয় নিয়ে রিফাতের সাথে বিরোধ হয় আমার।
হামলাকারী মোঃ রিফাত, বিজয়, মোঃ জিয়ান লক্ষ্মীপুর সদর থানাধীন ১৫নং লাহারকান্দি, পশ্চিম সৈয়দপুর, ৫নং ওয়ার্ড়ের বাসিন্দা।
লক্ষ্মীপুর সদর থানার এস,আই মোঃ জালাল বলেন গঠনাস্থলে আমি যাই হামলা বেপারে নিশ্চিত হই। অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নিবো।
লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক শাহাদাত হোসেন বলেন হামলার কথা শুনে আমি মনোয়ারকে সদর হাসপাতালে দেখতে যাই ইউনিয়ন আওয়ামীলীগ এ বিষয় বসে সিদ্ধান্ত নিবে তারপর আমরা আইনি ব্যবস্থা নিবো।
১৫ নং লাহারকান্দি ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সুহেলকে ফোন দিলে তিনি পরে কল দিবে বলে জানান।
মোঃ মনোয়ারের হোসেনের পরিবার ও তার বড় ভাই মোঃ রাজু হোসেন তার ভাইয়ের উপর সন্ত্রাসীদের গ্রেফতার এবং আইনি বিচার দাবি করেন।