এস এম আনিছুর রহমান, স্টাফ রিপোর্টারঃ
পুনাক মেলার লটারিতে পাওয়া ১৫ লক্ষ টাকার গাড়ি বিক্রি হলো ১৩ লাখে!
চমকে দিলো ১০ম শ্রেণীর স্কুলছাত্র অনিক সরকার।মাত্র ২০ টাকার লটারিতে ১৫ লাখ টাকার গাড়ি জিতে চমকে দিলো ১০ম শ্রেণীর স্কুলছাত্র অনিক সরকার। ২১ জুলাই চাঁদপুর পুনাক শিল্প ও বানিজ্য মেলার আয়োজক কমিটি তার হাতে তুলে দেয় টয়োটা ব্যান্ডের কালো রঙের বিলাসবহুল গাড়িটি।
লটারিতে পাওয়া ১৫ লক্ষ টাকা মূল্যের গাড়িটি পেয়েছিলেন অনিক তার বাড়ি চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার, গল্লাক।
১৫ লক্ষ টাকা মূল্যের নতুন গাড়ি জিতে খুশি অনিক সরকার। সেই সাথে খুশি তার মধ্যবিত্ত পিতা লনি গোপাল সরকার এবং পরিবারের অন্যান্যরা।
২১ জুলাই চাঁদপুর পুনাক শিল্প ও বানিজ্য মেলার আয়োজক কমিটি তার হাতে তুলে দেয় টয়োটা ব্যান্ডের কালো রঙের দৃষ্টিনন্দন গাড়ির চাবি।
তবে গাড়িটি শেষত নিজের কাছে রাখতে পারেনি অনিক। মধ্যবিত্ত এই পরিবারের জন্যে এমন বিলাসবহুল গাড়ি প্রয়োজন নেই। তাই পিতা ও পুত্র পরামর্শ করে গাড়িটি সেখানেই বিক্রি করে দেয়ার সিদ্ধান্ত নেন। এরপর অনেকের সাথে দামাদামি শেষে তাদের ইউনিয়নের চেয়ারম্যানের কাছেই ১৩ লক্ষ টাকায় গাড়িটি বিক্রি করে দেন।