মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ১০:১৪ অপরাহ্ন

লালমনিরহাটের আদিতমারীতে বিদ্যালয়ে আগুন দুটি কক্ষ পুড়ে ছাই

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ৪৮ বার পঠিত

 

বিপ্লব কুমার দাস। স্টাফ রিপোর্টারঃ   লালমনিরহাট আদিতমারী উপজেলা সদরের কেবি বালিকা বিদ্যালয় ও কলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিদ্যালয়ে ক্লাস চলাকালে আকস্মিকভাবে শর্টসার্কিট থেকে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে দু’টি শ্রেণিকক্ষ।

রোববার (১২ মে) দুপুর অনুমানিক ১২.৩০ দিকে কেবি বালিকা বিদ্যালয় ও কলেজের ষষ্ঠ শ্রেণির কক্ষে আগুনের সূত্রপাত হয়।
এসময় আতঙ্কিত হয়ে পড়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে টিফিন শুরুর সময়ে আকস্মিকভাবে ষষ্ঠ শ্রেণির দু’টি ক্লাসরুমে আগুনের সূত্রপাত হয়। এসময় ওই শ্রেণিকক্ষ দু’টিতে থাকা ১০টি ফ্যান, দরজা-জানালাসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। পরে খবর পেয়ে আদিতমারীর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরআগে শ্রেণিকক্ষে আগুন দেখে বিদ্যালয় থেকে ছাত্রীরা আতঙ্কিত হয়ে বাহিরে বেরিয়ে আসে।
কেবি বালিকা বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক জহুরুল ইসলাম বলেন, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
তিনি আরও বলেন, বিদ্যালয়ের শ্রেণিকক্ষ দু’টির সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আদিতমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মফিজুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর প্রতিষ্ঠান প্রধানকে ক্ষয়ক্ষতির তালিকা করে জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991