ভোলার লালমোহনে চিহ্নিত ডাকাত মোঃ তাজউদ্দিন (তাজু) ডাকাতকে আটক করেছে পুলিশ।
শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
তাজউদ্দিন (তাজু) উপজেলার লালমোহন ইউনিয়নের দেওয়ানকান্দি এলাকার মৃত সৈয়দ আহমেদের ছেলে। তার বিরুদ্ধে চরফ্যাশন থানায় একটি ও লালমোহন থানায় ৭টি চুরি ও ডাকাতি মামলা রয়েছে। যার ভিত্তিতে তাকে আটক করা হয়।
লালমোহন থানার ওসি (তদন্ত) মোঃ এনায়েত হোসেন বলেন, তাজউদ্দিন আন্ত:জেলা ডাকাত দলের একজন সক্রিয় সদস্য। এরা ৮ ভাই। যারা সকলেই বংশপরম্পরায় ডাকাতি ও চুরি করে জীবিকা নির্বাহ করে। তাজউদ্দিনের বিরুদ্ধে চরফ্যাশন ও লালমোহন থানায় মোট ৮টি চুরি ও ডাকাতির মামলা রয়েছে। ওইসব মামলার ভিত্তিতেই তাজউদ্দিনকে গ্রেফতার করা হয়। পরে শনিবার দুপুরে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।