শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৩:৫৯ অপরাহ্ন
ঘোষনা
গাজায় গণহত্যার বিরুদ্ধে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানলো জাতীয় কবিতা পরিষদ । হৃদয়ে-হাহাকার লেখকঃ- খান সেলিম রহমান: সাতক্ষীরায় এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক-১ জন পটুয়াখালীর গলাচিপায় হাবিবুর রহমান নামে এক ব্যক্তি নিজেকে ইমাম মাহদী বলে দাবি করায় যেতে হলো কারাগারে  কুষ্টিয়ায় দেশের শীর্ষ চাল ব্যবসায়ীর বাড়িতে গুলির ঘটনায় শাকিল নামে একজন গ্রেপ্তার ডুবাই প্রবাসীর সাথে প্রেমের নামে প্রতারণা: অভিযুক্ত লালমোহনের আখি আক্তার গাজায় গণহত্যার বিরুদ্ধে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানলো জাতীয় কবিতা পরিষদ  ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে স্মরণকালের সেরা র‍্যালি করবে বিএনপি – আমিনুল হক শিবগঞ্জে এসএসসি ও দাখিল পরিক্ষা উপলক্ষে ওরিয়েন্টেশন সভা  লালমোহনে মাদকসেবনে বাঁধা দেয়ায় যুবকের হাত-পা ভেঙে দিলো কিশোর গ্যাং

লালমোহনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৬ বার পঠিত

মোঃ এমরান হাসান আলীম স্টাফ রিপোর্টারঃ উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ এই প্রতিপাদ্যে ভোলার লালমোহনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৩ পালিত হয়েছে। ৯ ডিসেম্বর শনিবার সকালে লালমোহন উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে উপজেলা পরিষদের সামনে জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা উত্তোলন এবং বেলুন উত্তোলনের মধ্যদিয়ে দিবসটির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল। দিবসটির উদ্বোধনের পর মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন পেশাজীবীগণ অংশগ্রহন করেন। এরপর উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবদুর রব মাস্টারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম দুলাল এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল, বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়া, একাডেমিক সুপার ভাইজার মদন মোহন মন্ডল, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আব্দুল খালেক সওদাগর, লালমোহন প্রেসক্লাবের সহ-সভাপতি মাহাবুব আলম প্রমূখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মাওলানা মো. নূরুল্যাহ, মো. আরিফুর রহমান, মো. জিয়াদ হোসেন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবীবৃন্দ।

আলোচনা সভায় বক্তরা বলেন, ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস। দুর্নীতি বিরোধী জনসচেতনা বৃদ্ধির জন্য জাতিসংঘ ২০০৩ সালে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস হিসেবে ঘোষণা করে। এরপর ২০১৭ সাল থেকে দুর্নীতি দমন কমিশন (দুদক) আমাদের দেশে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করে আসছে। দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি এবং দুর্নীতির বিরেুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে প্রতিবছর এই দিবসটি পালন করা হয়ে থাকে।
দুর্নীতি বর্তমান সময়ে একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, এটি যে কোনো জাতির অগ্রগতির অন্তরায় হয়ে দাড়ানোর অন্যতম কারণ। আমরা যদি একটি উন্নত দেশে পরিণত করতে চাই তাহলে দুর্নীতির দানবকে নিমূল করা খুবই প্রযোজন। দুর্নীতি দমনে প্রথমে পরিবার থেকে শিক্ষা গ্রহণ করা উচিত।
ঘুষ, অবৈধ সম্পদ অর্জন, অর্থপাচার, ক্ষমতার অপব্যবহার এবং সরকারি সম্পদ ও অর্থ আতœসাৎ সংক্রান্ত অভিযোগের তথ্য জানানোর জন্য দুর্নীতি দমন কমিশনের অভিযোগ কেন্দ্রের হটলাইন ১০৬ নম্বরে অফিস চলাকালিন সময়ে ফ্রি কল করে যে কেউ যোগাযোগ করতে পারেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991