জসিম মাতাব্বর বিশেষ প্রতিনিধিঃ ভোলার লালমোহন উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত আড়াইটার দিকে পৌরশহরের কাঠ বাজার এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে পুড়ে গেছে প্রায় দশটি ঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান। অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট এবং স্থানীয়দের প্রায় ২ ঘন্টার প্রচষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা করছে ফায়ার সার্ভিস।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, গভীর রাতের অগ্নিকান্ডে ৪টি মুরগির দোকান, সাইফুল স্টোর নামে ২টি মুদি দোকান এবং ১টি কাঁচা মালের আরত ও পাশের আরও তিন চারটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তাতে ঘর মালিক আকবর বিশ্বাস ও ম
মাসুদ বিশ্বাস নামক ঘর মালিকের ক্ষয়ক্ষতি বেশি হয়েছে বলে জানা গেছে এতে করে তাদের অন্তত এক কোটি টাকার উদ্যে ক্ষয় ক্ষতি হয়েছে। বলে ধারণা করছে ব্যবসায়ীরা এই অগ্নিকান্ডে ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল পুড়ে নিঃস্ব হয়ে গেছেন তাই দ্রুত সময়ের মধ্যে তারা সরকারি সহযোগিতা কামনা করেছেন