মোঃ এমরান হাসান আলীম স্টাফ রিপোর্টারঃ- “বঙ্গবন্ধুর অমর অবদান, বাংলাদেশের সংবিধান” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার লালমোহনে জাতীয় সংবিধান দিবস পালিত হয়েছে।
শুক্রবার (৪ নভেম্বর) সকালে লালমোহন উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) ইমরান মাহমুদ ডালিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) জহিরুল ইসলাম হাওলাদার, থানা অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, উপজেলা প্রকৌশলী রাজিব সাহা, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আব্দুল মালেক মিয়া, সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. জসিম জনি প্রমূখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, ১৯৭২ সালের ১১ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সংবিধান প্রণয়নের জন্য ড. কামাল হোসেনর নেতৃত্বে ৩৪ সদস্যের একটি টীম গঠন করেন। ১৯৭২ সালের ১২ আক্টোবর গণপরিষদের ২য় অধিবেশনে খসড়া সংবিধান বিল আকারে উত্থাপন করেন। ১৯৭২ সালের ৪ নভেম্বর আজকের দিনে গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহিত হয় এবং ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবস থেকে কার্যকর হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন হলো এই সংবিধান। এতে ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে। স্বাধীনতার ৫০ বছর পর এই প্রথম রাস্ট্রীয় স্বীকৃতি পেল সংবিধান দিবস। গণপরিষদে সংবিধানের উপর বক্তব্য দিয়ে গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, এই সংবিধান শহীদের রক্তে লিখিত- এই সংবিধান সমগ্র জনগনের আশা আকাঙ্খার মূর্ত প্রতিক হিসেবে বেঁচে থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা: হিল্লোল দে, নির্বাচন কর্মকর্তা আমির হোসেন খসরু, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা খানম, প্রেসক্লাব সহ-সভাপতি এনামুল হক রিংকু, সাংস্কৃতিক সম্পাদক আরশাদ মামুন, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম দুলালসহ উপজেলা বিভিন্ন অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।