মোঃ এমরান হাসান আলীম স্টাফ রিপোর্টারঃ ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ২০২৩- ২০২৪ অর্থবছরের প্রথম ধাপে ভোলার লালমোহনে মৎস্যজীবীদের মাঝে বিকল্প কর্মসংস্থানের লক্ষে ১৭ টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলেদের হাতে এসব সামগ্রী তুলে দেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদ উল্লাহ।
অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম বাদল, ও যুগ্ম আহ্বায়ক মন্জু তালুকদার,উপজেলা মৎস্য কর্মকতা মারুফ হোসেন, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ