বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৫:১৩ অপরাহ্ন
ঘোষনা
রূপনগরে তিনটি ককটেলসহ বাবুল হোসেন গ্রেফতার মিরপুর ডিওএইচএসে ট্রাস্ট পরিবহনের বাসে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে ‎সিংগারবিল ইউনিয়নের ৭নং ওয়ার্ডে শ্রমিক দলের ওয়ার্ড কর্মীসভা অনুষ্ঠিত ‎ ‎নেতৃবৃন্দের আহ্বান— “আগামী নির্বাচনে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে” আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচী ও সন্ত্রাসী নৈরাজ্যের প্রতিবাদে মিছিল করেছে পৌর বিএনপি, রাজধানীতে তিন বাসে অগ্নিসংযোগ, বসুন্ধরায় পুড়ল প্রাইভেট কার — লকডাউন কর্মসূচির আগে উত্তেজনা বৃহস্পতিবারের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে আতঙ্ক: একাধিক বিশ্ববিদ্যালয় ও স্কুলে অনলাইন ক্লাসের ঘোষণা গাজীপুরের শ্রীপুরের শীতলক্ষ্যা নদীতে ট্রেজার বসানো৷ প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। ঢাকা-১৫ আসনে ধানের শীষের প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনের প্রায় লক্ষাধিক লোকের বিশাল শোডাউন — মনপুরা থেকে বন্যা হরিণ উদ্ধার অমুক্ত চর ফাথালিয়া, ঝিনাইদহের কালীগঞ্জে ২টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর লদ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে চাল ও পেঁয়াজের পাইকারি আড়তে জেলা প্রশাসনের বাজার মনিটরিং টাস্কফোর্সের বিশেষ অভিযান পরিচালনা” জুলাইসহ সকল গণহত্যার বিচার ও জুলাই সনদের আইনি স্বীকৃতির দাবিতে রংপুরে শিবিরের বিক্ষোভ রাজশাহীতে ৩শ গ্রাম হেরোইনসহ দুই যুবক গ্রেপ্তার হান্ডিয়ালে এম এ সামাদ কলেজে প্রয়াত প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালন শ্রদ্ধা ও দোয়া অনুষ্ঠিত গুলিস্তান জিরো পয়েন্টে একাধিক ককটেল বিস্ফোরণ, আতঙ্ক ছড়ায় এলাকাজুড়ে কবি বৃষ্টি মিনা পেলেন কবি সংসদ বাংলাদেশ সেরা কবি সম্মাননা ২০২৫ গাজীপুরের শ্রীপুরে ৩ রেস্তোরাকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ যুবলীগের ২ সদস্য গ্রেফতার মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে পুলিশের সাফল্য, এলাকায় স্বস্তির বাতাস চলো জি ভাই, হাঁরঘে পদ্মা বাঁচাই” গোমস্তাপুরে জাতীয়তা বাদী দল বিএনপির বিশাল সমাবেশ অনুষ্ঠিত। দৈনিক মাতৃজগত পত্রিকার প্রকাশক, আছিয়া রহমানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন মাতৃজগত পরিবার

লেখক খান সেলিম রহমান    আর কত হরন করবে আমার স্বাধীনতা হে নি*ষ্ঠুর মানব-

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ২২৬ বার পঠিত

খুব ইচ্ছে হয়.জগতের সকল অন্যায় ধ্বংস করে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করি.যেখানে থাকবে না কোন অনিয়ম হত্যা জুলুম ধ*র্ষণ.আমির ফকির সকলে থাকবে সত্যের বন্ধনে আবদ্ধ.! প্রবল ইচ্ছে করে সকল মানুষের দ্বারে পৌঁছে দেয়

তার নায্য অধিকার.আমি জানি এ কাজগুলো আমার নয়-

তবুও করতে ইচ্ছে হয়-আর এই ইচ্ছেগুলোর কারণে বারংবার পড়তে হয় বিপদে এই গরীব পিতার সন্তান কে-!

 

কখনো কখনো সত্যের প্রতিবাদ করতে গিয়ে.কিছু মানুষ রুপি শয়তানের মুখোমুখি হতে হয়েছে আমাকে.যারা কি-না এই রাষ্ট্রের জাতির সম্পদ অধিকার লুটপাট করা যাচ্ছে. তারাই উচ্চ কন্ঠে খুবই কর্কশ ভাষায় হুশিয়ার করে আমাকে.এটাই তোমার শেষ সুযোগ.এর পরে কোন কবিতা গানের মত প্রকাশ করলে তোমার বিরুদ্ধে কঠিন থেকে কঠিন ব্যাবস্থা নেওয়া হবে. সাবধান চাকুরীচ্যুত করা হবে.-ত মশাই জগতে কি সবাই আপনার নিয়মের মধ্যে আবদ্ধ?

অজস্র মানুষ আছে যারা দিনমজুর রিক্সা চালিয়ে জীবন পরিচালনা করে-আমি কিন্তু বৃদ্ধ নয় শরীরে আল্লাহর দেওয়া শক্তি এখনো আছে-

হায়রে তাগদী মানুষ,?

সত্যকে সত্য বলা নাকি অন্যায়,! আমি সেই সকল পাপীদের কে চিৎকার করে বলেছি, এই দেহে যতদিন রক্ত শিরা সচল থাকবে,অন্যায়ের প্রতিবাদ করে যাবো,সেটার প্রকাশ হতে পারে গানে অথবা কবিতায় –

এতে আপনি কেন পৃথিবীর সবাই যদি আমাকে বাধা প্রদান করে,আমি সকল বাধা অতিক্রম করে আমার পথে অটল থাকব,

খুব কষ্ট হয় কেন কর্মে ছোট হলাম,আবার মাঝেমধ্যে কল্পনা করি বড় হলে কি আদৌও এ মন মানসিকতা থাকত?

 

ভাঙ্গা ঘরে জন্ম দিলা

কর্ম দিলা ছোট-

ইচ্ছেগুলো অনেক বড়

অর্থ ধনে খাটো-

ভাঙ্গতে গেলে পাপের তালা পাপীর চোখে কালো-

প্রতিবাদের ছন্দ গানে

চাই জ্বালাতে আলো-

সামনে পিছন মিথ্যে নিয়ম

চায় করিতে হরন-

ক্ষিপ্ত তখন রক্ত শিরা

ধার ধারিনা বারন–

কেন দিলে অহে প্রভু

গরীব দেহে তেজ-

-দাও অধিকার বলতে কথা -নইলে কর শেষ ??

 

সম্মানিত বন্ধুগন আমি কোন বড় আমলা বা নেতা নয়-

আমি কোন ব্যাবসায়ী নয়–নয়-কোন সুশীল মানব-

আমি একজন ছোট কর্মচারী-বাট আমিও ত আপনার মত একজন মানুষ? হয়তোবা আপনি গোপনে চুরি করে প্রথম সারিতে আছেন

আর আমি না হয় ঘাম ঝরিয়ে পিছন সারিতে আছি-তবে মানুষ ত? আমি কি দেশের নাগরিক নয়-আমার কি অধিকার নেই? তাই জগতের সকলের কাছে একটা দাবি আমার,আমি চাই একটু স্বাধীনতা চাই অধিকার সত্য কথা বলার অধিকার,

 

শিরের উপর রবি উদয়

সাক্ষী যমুনা,

সত্য ছাড়া মিথ্যের পথে

কভু চলি না,

সত্য কথায় আসবে বাধা

পাপী মনে ভয়-

সত্য দিয়ে এই ধরণী

বীর করেছে জয়-

 

সদা সত্য বলতে গেলে

ওঠবে গলে ফাঁস,

ডর করিনা ধন্য হবো

সত্যবাদীর লাশ–

সত্য কথা বড্ড তিতা

শক্র যাবে বেড়ে-

দমে-দমে আসবে বিপদ

জ্বলবে আগুন নীড়ে-

 

পাগল বলে করবে আঘাত ছুঁড়বে পাথর মুখে-

তবুও সত্যের বাণী যেন

আসে কন্ঠ থেকে,

বাঁচব আমি এই জীবনে

উঁচু রেখে শির-

সত্য পথের প্রতিবাদী

লড়াই করে বীর–

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991