হাসান তারেক: লোহাগাড়ার পদুয়ায় ট্রাকের সাথে বাসের মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন।
আজ বিকেল ৪টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার পদুয়া ইউনিয়নের নয়া পাড়ার মেইন সড়কে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার পদুয়া ইউনিয়নের নয়া পাড়ার হাজী জালাল আহমদের পুত্র আবছার উদ্দিন ( ৩৫), আধুনগর ইউনিয়নের হানিফার পাড়া ইলিয়াস মেম্বার বাড়ির আবদুল কাদেরের পুত্র মো জুবাইর (২৫) ও রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ধামারহাট এলাকার মো. বাবুলের পুত্র মো. জাহেদ ( ২৭)।
স্থানীয়রা জানান, ঘটনাস্থলে চট্টগ্রামমুখি মোটরসাইকেলের সাথে বিপরীতমুখি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী তিনজনই মারা যান।
লোহাগাড়া উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. জিয়া উদ্দিন আহমদ জানান, সড়ক দুর্ঘটনায় নিহত তিন জনকে হাসপাতালে নিয়ে আসেন পুলিশ। তবে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খান মুহাম্মদ এরফান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।