শারমিন আরা ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ পৌরসভার সচিব অল্প কিছু দিনেই তিনি
শত শত কোটি টাকার মালিক হয়ে গেছেন !!
এ বিষয়ে বিভিন্ন পত্রপত্রিকায় তার বিরুদ্ধে লেখা বের হচ্ছে ,!!
তিনি খুবই রহস্যময় একজন লোক, !!দীর্ঘ দিন ধরে ঝিনাইদহ পৌরসভার সচিব পদে আছেন, যখন যে দলের ক্ষমতা তখন তিনি সে দলের হয়ে যান আর করেন যত ধরনের লুটপাট,
এভাবেই তিনি হয়ে উঠেন শত কোটি টাকার মালিক,
ঝিনাইদহের প্রান কেন্দ্র আরাপ পুরে বিশাল আলিশান ৫ তলা বিল্ডিং, যেখানে বার্মা থেকে কাঠ আমাদানি করে এনে বাড়িতে ডেকোরেশন করা , !!
নামে বেনামে বিভিন্ন ব্যাংক একাউন্ট, বিভিন্ন জায়গায় প্লট আরো কত কি,সামান্য পৌর সচিবের এই অবস্থা
দুদকের দৃষ্টি আকর্শন করছি তাকে বিচারের আওতায় নিয়ে তার আয় বহির্ভুত সম্পদ বাজেয়াপ্ত করে দেশের উন্নয়ন মুলক কাজে লাগানোর জন্য ।