স্টাফ রিপোর্টারঃ সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়ন এলাকা, এটি শহরের পার্শ্ববর্তী কেন্দ্রীক এরিয়া, এই ইউনিয়ন টি ঢাকার কাছে, এখানে শিল্পকারখানা এবং গার্মেন্টস শিল্প এগিয়া থাকার করনে,ফুটপাত অতিরিক্ত হওয়ায় ও অনেক বেশি নবনির্মীত ভবন হওয়াতে রাতারাতি বিপুল কোটি টাকার মালিক বুনে যান এলাকার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওমর ফারুক, তারই ছোট ভাই উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর বাবু, যার নামে চলে লক্ষ লক্ষ টাকার চাঁদাবাজী স্থানীয় লোকজন ভয়ে মুখ খুলতে রাজি নয়, ক্যামেরার পিছন থেকে তথ্য দিতে চান,,এ বিষয়ে কিছু সাংবাদিক অনুসন্ধানে মাঠে নামে, তদন্তে বেরিয়ে আসে অবৈধ ভাবে নতুন অর্থের রাজা হয়ে বসে আছেন চেয়ারম্যান পরিবার। এতো অর্থের মালিক হয়েও এলাকার কোন উন্নয়নে নেই তারা, কাঁচপুর রাস্তার সাথে বড় মসজিদের বেহাল ধসা দেখলে যেকেউ অবাক হয়ে যায়, এতো গর্ত ও ভাঙ্গা রাস্তা এতে জনপ্রতিনিধি উনাদের কোন পদক্ষেপ বা উদ্যোগ শুপারিশ নেই কোথাও।কাঁচপুর বিভিন্ন দূরপাল্লার গাড়ীর কাউন্টারে যাত্রী দারানো ও ফুটপাত দিয়ে হাটতে আসা পথ যাত্রীদের ছিনতাই ‘চুরি ‘দিন দিন বেড়েই চলছে । গতবছর কয়েকটি সুনামধন্য ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে দেখানো হয় যে কাঁচপুর ইউনিয়ন চেয়ারম্যান বেশ কয়েকজন কে ক্ষমতার দাপট দেখিয়ে মারধর করছে, চেয়ারম্যান এক পর্যায়ে মারধরের ঘটনাটি সাংবাদিকদের কাছে শিকারও করেছে,এবং ভাইস চেয়ারম্যান ওমর বাবুর নামেও সোনারগাঁও থানায় মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামীর তালিকায় নাম রয়েছে , ওমর বাবুকে এলাকায় ত্রাশ হিসেবেই সবাই চিনে, তবে সন্ত্রাসী বাহিনী ধারা আদিপত্য বিস্তার করে চলা ও রাজনৈতিক উপর মহল থেকে তাদের চালনা শক্তির যোগান দেওয়া হয় বলে জানা যায়। তবে সাধারণ মানুষ সাংবাদিকদের কাছে জানান’ এই ধরনের রাজনৈতিক নেতা বুনে যাওয়া লোকদের গোয়েন্দা তদন্তের মাধ্যমে দুদকের আওতায় আনা হোক।