মানজারুল ইসলাম মিলন – স্টাফ রিপোর্টার!
গত ১৬-০১-২০২৪ইং শরীয়তপুরে চাঞ্চল্যকর নারী হত্যা মামলায় পাঁচ আসামির ফাঁসির আদেশ দিয়েছেন নারী নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত।
দীর্ঘ প্রায় ৫ বছর পর গত ১৬ জানুয়ারী ২০২৪ মঙ্গলবার দুপরে সারে ১২ টার দিকে শরীয়তপুরের নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত ডামুড্যা এর সহকারী বিচারক মোঃ সোহেল আহাম্মেদ চাঞল্যকর হত্যা মামলার পাঁচ আসামির বিরুদ্ধে ফাঁসির আদেশ দেন! ফাঁসির আদেশ প্রাপ্ত আসামিরা হলেন ডামুড্যা উপজেলার কনেশর ইউনিয়নের ছাতিয়ানি গ্রামের স্থায়ী বাসিন্দা ১! নিজাম বালি (৪৫) ২! ওমর ফারুক (৩০) ৩! মোহম্মদ আলী (২৬) ৪! ইব্রাহিম মোল্লা (৩২) ৫! আল আমিন (২৫)
বিচারকের ফাঁসির আদেশে ওই ভুক্তভোগীর পরিবারের সদস্যরা সন্তুষ্টি প্রকাশ করেন।
আসামি পক্ষের উকিল গণমাধ্যম কে জানান, বিচারকের এমন আদেশে আসামীরা সঠিক বিচার পায়নি বিচারকের আদেশের বিরুদ্ধে আসামীর পক্ষ থেকে আমরা উচ্চ আদালতে আপিল করবো।
মামলা সুত্রে জানা যায় গত ১৮ এপ্রিল ২০১৯ ইং বিকাল ৫ ঘটিকার দিকে ফাঁসির আদেশ প্রাপ্ত আসামীরা নারী ফিরোজা বেগম (৫৫) কে অপহরন করে নির্জন স্থানে নিয়ে যায় এবং ওই রাতে ওই নারীকে আসামীগন গন ধর্ষন করে, পরবর্তীতে হত্যা করে, ওই নারীর মৃত দেহ গুম করার জন্য আসামীগন পূর্ব ডামুড্যার বড় নওগাঁ এলাকার আব্দুর রহমান হাওলাদার (মাস্টার) এর বাড়ির পূর্ব পাশে একটি পরিত্যক্ত ডোবায় ফেলে রাখে।
২১ শে এপ্রিল ২০১৯ ইং তারিখে স্থানীয়রা ওই নারীর মৃত দেহ দেখতে পেয়ে ডামুড্যা থানায় অবগত করলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করে পোস্টমর্টেমের জন্য শরীয়তপুর
সদর হাসপাতাল মর্গে পাঠান,
থানায় মামলা টি না নেওয়ায়
মৃত ফিরোজা বেগমের ভাই লাল মিয়া সর্দার বাদী হয়ে শরীয়তপুর জেলা জজকোর্ট নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ডামুড্যা আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন যাহার সিআর মামলা নং ২২২/২০। পরবর্তীতে মামলা তদন্ত করে আই প্রযোগকারী সংস্থা মামলাম রহস্য উদঘাটন করে আদালত চার্জ সিট দাখিল করেন।