শরীয়তপুর জেলাপ্রতিনিধিঃ শরীয়তপুরে গণমাধ্যম কর্মীদের ওপর হাতুড়ি ও দেশীয় অস্ত্র দিয়ে হামলার ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন সাংবাদিকরা।
মঙ্গলবার ৪ ফেব্রুয়ারী বেলা ১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে শরীয়তপুর প্রেসক্লাব, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, মফস্বল সাংবাদিক ফোরামসহ বিভিন্ন সংগঠনের সাংবাদিকরা অংশ নেন।
সাংবাদিকরা অভিযুক্তদের দ্রুত গ্রেফতারে দাবীতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয় । সময়ের মধ্যে আসামীদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেয়া হবে বলে জানিয়ে দেয়া হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেন সাংবাদিকরা,
হামলার ঘটনায় সমকালের সাংবাদিক সোহাগ খান সুজন সোমবার রাতে পালং মডেল থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেছেন সোহাগ খান বাদী হয়ে । মামলায় ৭জনের নাম উল্লেখ সহ আরও ৮-১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
আসামিরা হলেন- নুরুজ্জামান শেখ (৪৫) শামীম শেখ (৪০) ইব্রাহিম মোল্লা (৪০) জিহাদ মোল্লা (২১) মাকসুদা বেগম (৩৫) মনির ঢালী (৩০) ও সালাউদ্দিন ঢালী (৩৮)।
মানববন্ধনে সাংবাদিকরা বলেন, শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক কাজী মোহাম্মদ ইলিয়াস এক রোগীর ব্যবস্থাপত্র ছুড়ে ফেলে দেন। এ ঘটনায় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে স্থানীয় ক্লিনিক ব্যবসায়ী নুরুজ্জামান শেখ ওই চিকিৎসকের পক্ষ নিয়ে সাংবাদিকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। এর জেরে সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে নুরুজ্জামান শেখ ও তার সহযোগীরা সোহাগ খান সুজনের ওপর ছুরি, হাতুড়িসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান।
তাকে বাঁচাতে গেলে নিউজ২৪ প্রতিনিধি বিধান মজুমদার অনি, দেশ টিভির সাইফুল ইসলাম আকাশ ও বাংলা টিভির নয়ন দাসের ওপরও হামলা চালানো হয়। পরে গুরুতর আহত অবস্থায় সোহাগ খান ও সুজনকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
শরীয়তপুর প্রেসক্লাবের সহ-সভাপতি খলিল শেখ বলেন, ‘সাংবাদিকদের ওপর এ হামলা মুক্ত গণমাধ্যমের জন্য হুমকি। আমরা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব নুরুল আমিন রবিন বলেন, ‘এটি হত্যার উদ্দেশ্যেই পরিকল্পিত ভাবে করা হয়েছে। প্রশাসনকে স্পষ্ট জানিয়ে দিচ্ছি, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।’
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, ‘মামলা নথি ভুক্তকরা হয়েছে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা হবে।