শরীয়তপুর প্রতিনিধি: জাকির: ‘খাদ্য হোক নিরাপদ, সুস্থ থাকুক জনগণ ‘ প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ম জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২৫ উপলক্ষে শরীয়তপুরে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি ২০২৫) সকালে শরীয়তপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে “নিরাপদ খাদ্য উৎপাদন ও নিরাপদ খাদ্যভাস” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুরের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম (পিপিএম-সেবা), সিভিল সার্জন ডাঃ আবুল হাদি মোহাম্মদ শাহ্ পরান। সেমিনারে সভাপতিত্ব করেন, শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া জেরিন এবং সঞ্চালনা করেন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য্য।
সেমিনারে আরোও উপস্থিত ছিলেন, জেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, সুশীল সমাজের প্রতিনিধি ও সংবাদমাধ্যমের প্রতিনিধিবৃন্দ। সেমিনারে উপস্থিত সকলে ব্যক্তিজীবনে নিরাপদ খাদ্যভ্যাস প্রতিপালনের মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিত করে সুস্থ ও সমৃদ্ধ জাতি গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।