ইয়াছিন আরাফাত, স্টাফ রিপোর্টারঃঃ
কক্সবাজারের কটেজ জোনের নির্জন রিসোর্ট থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই নারীর সাথে থাকা এক পুরুষ সঙ্গী তাকে খুন করে পালিয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার (৭জুলাই) সকাল ১১টায় কটেজের কক্ষে মৃত অবস্থায় ঐ নারীকে পাওয়া যায়।হোটেলের ম্যানেজার আবদুল আলী জানান, দিবাগত রাত ৩টায় স্বামী স্ত্রী পরিচয়ে তারা দুজন রুম ভাড়া নিতে আসে। তারা হাসপাতালে চিকিৎসার জন্য এসেছে এবং তাদের হাতে টাকা ছিলনা। সকালে পরিশোধের শর্তে তাদের কক্ষ ভাড়া দেয়া হয়। কিন্তু সকাল ১১টায় কক্ষ খোলে মেয়েটির লাশ দেখতে পায়।
এদিকে হোটেল রেজিস্টারে তাদের নাম ঠিকানা পাওয়া যায়নি। এ বিষয়ে হোটেল ম্যানেজার আরো বলেন, সকালে এন্ট্রি করবো বলে রেখে দিয়েছিলাম। সকালে কক্ষে গিয়ে মেয়েটিকে পড়ে থাকতে দেখে ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশকে জানাই।
এদিকে ঘটনার পর সিআইডি, ডিবি, পিবিআই ও পুলিশের আলাদা আলাদা টীম ঘটনাস্থলে রয়েছে। সিইআইডির একটি সুত্র জানান, তারা মেয়েটির পরিচয় নিশ্চিতের চেষ্টা করছেন। একটি নাম পাওয়া গিয়েছে এবং তদন্তের স্বার্থে তা বলা যাচ্ছেনা।
ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে পাশের কয়েকটি কটেজ ম্যানেজারদের কাছ থেকে জানা যায়, ওই দম্পতি প্রায় ১ বছর ধরে স্বামী- স্ত্রী পরিচয়ে প্রায় সময় কটেজ জোনে আসতেন এবং কোন না কোন কটেজ থেকে রুম ভাড়া নিয়ে থাকতেন।।
কটেজজোন এলাকায় বসবাসকারী প্রত্যক্ষদর্শীরা জানান৷ প্রতিদিনই তাদেরকে এই এলাকায় দেখা যায়। এরা স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে চললেও তারা পেসজাদার পতিতা। এটা কটেজ জোন এলাকার বিভিন্ন কটেজের ভিডিও ফুটেজ সংগ্রহ করলে তথ্য বেরিয়ে আসবে।